চীন তৈরি করলো পৃথিবীর সব থেকে সুন্দর লাইব্রেরী যার মাঝে সংরক্ষিত আছে দেড় মিলিয়ন বই

বই পরার সময় সবাই একটু নিরিবিলি পরিবেশ চায়। কিন্তু চীনে সম্প্রতি তৈরি করা একটা লাইব্রেরীতে এটা সম্ভব হচ্ছে না! কারন এই লাইব্রেরীকে বলা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর লাইব্রেরীগুলোর একটা। আর একারণেই প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা দেখতে আসছেন এই লাইব্রেরী।
পাঁচতলা বিশিষ্ট এই লাইব্রেরী চীনের তিয়াঞ্জিনের বিনহাই কালচারাল ডিস্ট্রিকে অবস্থিত। ডাচ একটা ডিজাইন তৈরির প্রতিষ্ঠান এই লাইব্রেরীর ডিজাইন করেছে। এই লাইব্রেরীটির নাম হচ্ছে “বিনহাইয়ের চোখ”। ৩৪,০০০ স্কয়ার ফুটের এই লাইব্রেরীতে রয়েছে প্রায় দেড় মিলিয়ন বই! আর লাইব্রেরীর মাঝে রয়েছে চোখের মত দেখতে একটা সুবিশাল অডিটোরিয়াম।
ফাঁপরবাজে আজ আমরা ওই লাইব্রেরী কিছু ছবি প্রকাশ করছি যাতেকরে আপনারা বই পড়ুয়াদের ডিস্টার্ব না করেই ছবির মাধ্যমে দেখে আসতে পারেন সেই সুন্দর লাইব্রেরীটি।