কিছু হাস্যকর আর দুর্ভাগ্য অবস্থায় ছবির ফ্রেমে বন্ধি

কিছু কিছু ব্যাপার আছে যেগুলো চাইলেও আপনি বদলাতে পারবেন না! এগুলোকে অনেক সময় দুর্ভাগ্যও বলা হয়ে থাকে! আসলে অনেক ঘটনা ঘটে যেগুলো ভাগ্যের ওপর ছেড়ে দিতে হয়। আর আপনি সব সময় ভাগ্যকে পরিবর্তন করতেও পারবেন না, শুধুমাত্র ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া!
কোনো কিছুর জন্য বা কোনো দুর্ঘটনা ঘটার সময় আমরা খুব দ্রুত চিন্তা করতে পারি। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা চাইলেও কোনো দুর্ঘটনার অথবা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনার ছবি তুলতে পারিনা সবসময়। এটা হতে পারে আমাদের মস্তিষ্ক দুর্ঘটনার সময় দুর্ঘটনা নিয়েই ব্যস্ত থাকে অথবা ক্যামেরার ক্লিক একটু পরে পড়ে যায়।
কয়জন মানুষ চায় তাদের ব্যর্থতা, হাস্যকর অবস্থা আর দুর্ভাগ্যকে ছবির ফ্রেমে আটকিয়ে রাখতে। তবে এটাও ঠিক যে এই ধরনের ছবি ক্যামেরায় তুলে আনা ভাগ্যের ব্যাপার!
আজ ফাপরবাজে এমন কিছু ছবি দেওয়া হলো যেগুলো দেখলে আপনার মনে হতে বাধ্য কপাল খারাপ হলে যা হয়। এই ছবিগুলো দেখলে অবশ্য আপনার কষ্টের চেয়ে হাসির উদ্রেক হবে বেশী।
১. পিছনের মানুষগুলো কেন হাসছে বুঝতেই পারছেন।
২. বেরসিক পাখির এই ছোট্ট বাচ্চাটার ওপর যে কি রাগ ছিল!
৩. ভয় পাবেন না এখানে আসলে দুইজন মানুষ আছে।
৪. ধাক্কাটা কতটনের হবে…
৫. আপনাদের জানিয়ে রাখা ভালো যে এটা আসলে লাইভ ফুটেজ ছিলো।
৬. সঠিক সময়ে একটি সঠিক দুর্ভাগ্যকে ফ্রেমে বন্দী করা হয়েছে এই ছবিতে!
৭. এই মেয়েটি মনেহয় জীবনেও আর কখনো খোলা জায়গায় এভাবে শুয়ে থাকবেন না।
৮. আশা করছি এই দুই ভদ্রমহিলার দুইজনই সুস্থ আছেন!
৯. এই ছেলেটির মা নিশ্চয়ই একে জন্ম দেওয়ার কারণে এখন দুঃখ প্রকাশ করছেন!
১০. কেউ এই মহিলাকে শেখান কিভাবে ছবি তুলতে হয়!