ফেনী ডায়াবেটিক হাসপাতালে অহেতুক টেস্ট বানিজ্য, রুখবে কে?

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেইসবুকে ফেনী ডায়াবেটিক হাসপাতাল প্যাথলজি খরচ নিয়ে মন্তব্য করেছেন ফেনীর রকিবুল আবেদীন সজিব নামে এক ফেইসবুক ইউজার।
সজিব রবিবার তার ফেইসবুকে লিখেছেন, ফেনী ডায়াবেটিক হাসপাতালে অহেতুক টেস্ট বানিজ্য, প্যাথলজি খরচ: একেক সময় একেক রকম।
তিনি আরো লিখেন, ফেনী ডায়াবেটিস হাসপাতালে রাতে এক রেট কিন্তু সকালে আরেক রেট। আজ সকালে ফেনী ডায়াবেটিস হাসপাতালে আমার নানুকে কিছু এক্সরে এবং রক্ত পরিক্ষা করাতে নিয়ে যাই ১২৭ নাম্বার কাউন্টারে প্রেসক্রিপশনটা দেখালাম, প্রেসক্রিপশন দেখে ওরা বলল এই টেষ্ট গুলো করতে আপনার বিল ৩ হাজার টাকা আসবে অথচ এই একই প্রেসক্রিপশন কাল রাতে ঐখানে দেখালে ওরা বলল আপনার বিল ২২শ নব্বই টাকা আসবে।
শুধু মাত্র রাতটা পেরিয়ে যখন সকাল হলো ঠিক তখনই ২২শ নব্বই টাকা বিল হয়ে গেলো ৩ হাজার টাকা। ১ম জন বলে ২২৯০ টাকা (আগের দিন রাতে), ২য় জন ৩০০০, ৩য় জন ২৫৮০, ২৫৮০ টাকা যার কাছে জমা দিতে গিয়েছিলাম অর্থাৎ চতুর্থ জন বলে ২৮০০ টাকা।
ফেনী ডায়াবেটিস হাসপাতালের এই দুর্নীতি এবং টেষ্ট বানিজ্য কবে শেষ হবে ? শিগগিরই এসবের বিরুদ্ধে প্রশাসন ও ফেনী ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ সোচ্চার হবেন সেটাই প্রত্যাশা।
::: রকিবুল আবেদীন সজিব এর ফেইসবুক থেকে :::