মুসলমান হামলা করলে সন্ত্রাস আর শেতাঙ্গ করলে গণহত্যা!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৫ এএম, ১৭ মার্চ ২০১৯

যখন একজন খ্রিস্টান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মসজিদে মানুষ হত্যা করে, তখন পশ্চিমা গণমাধ্যম সেটিকে ‘গণহত্যা’ বলে প্রচার করে। কিন্তু যখন কোনো মুসলিম হামলা করে এবং মানুষ হত্যা করে, তখন একে প্রচার করা হয় ‘সন্ত্রাসবাদ’ হিসেবে।

প্রিয় পশ্চিমা মিডিয়া, আপনারা কবে এই দুটি বিষয়কেই সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেবেন? আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আপনাদের এই পক্ষপাতিত্ব বিশ্বব্যাপী ঘৃণা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে?

বিশেষ দ্রষ্টব্য: দেখে ভালো লাগছে কিছু পশ্চিমা মিডিয়া ও রাজনৈতিক নেতারা একে একটি সন্ত্রাসী হামলা বলতে শুরু করেছে। যদিও তা কয়েক ঘণ্টা পরে! আর দেরি না করা উত্তম। অন্যদের তা অনুসরণ করা উচিত।

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

আপনার মতামত লিখুন :