হারিয়েছে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২১ পিএম, ০২ জানুয়ারি ২০২০

গত ২৬ ডিসেম্বর নিম্ম স্বাক্ষরকারী সিএনজি যোগে উখিয়া থেকে কুতুপালং যাওয়ার পথের মধ্যে অসাবধানতাবশত আমার মিডওয়াইফ রেজি: কার্ডটি হারিয়ে যায়। যার নম্বর-১৭৬৪ বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল। এ ব্যাপারে উখিয়া থানায় একটি সাধারন ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে। যাহার নং-১৪১১ তারিখ-২৮.১২.২০১৯ইং।

নিবেদক- আকলিমা খাতুন (২৪), পিতা: আলম আহম্মেদ, মাতা: মাহফুজা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম: কৃষ্ণপুর, পো: হাগুড়াকড়ী, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: গ্রাম; উখিয়া হাজিরপাড়া (হোপ ফাউন্ডেশন), পো; উখিয়া, খানা: উখিয়া, জেলা: কক্সবাজার।

আপনার মতামত লিখুন :