চরদরবেশে গ্রাম পুলিশ-আনসার’র অবদান প্রশংসনীয়: নুরুল ইসলাম
করোনাভাইরাস মোকাবেলা ও শান্তি-শৃঙ্খলা রক্ষা

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য চরদরবেশ ইউনিয়নের গ্রাম পুলিশ-আনসার টিমেরর প্রশংসা করেছেন চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো।
তিনি বলেন, ‘ চরদরবেশ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর ৩০ সদস্যের টিম কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছেন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে।’
বুধবার (১২ মে) দুপুরে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ-আনসার নিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন সভায় সোনাগাজী মডেল থানার পুলিশকে ধন্যবাদ দিয়ে তিনি এসব কথা বলেন।