দিগন্ত মেমোরিয়ালে মাত্র ২শ’ টাকায় ক্যান্সার রোগীর চিকিৎসা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

ক্যান্সার আক্রান্ত রোগীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘসময় ধরে ব্যয়বহুল চিকিৎসা ঠিকমত চালিয়ে যাওয়া। আর বাংলাদেশের প্রেক্ষাপটে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ঠিকমত চিকিৎসা চালিয়ে যাওয়া একপ্রকার দুঃসাধ্যই বলা চলে।

সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিওথেরাপি রেজিস্ট্রেশন রুমের (রুম নং ১৫৩) সামনে এক ব্যক্তির বিতরণ করা লিফলেটে চোখ পডে। ক্যান্সার রোগীদের চিকিৎসাধীন সময়ে প্রতিদিন মাত্র ২শ’ টাকায় রাজধানীতে থাকা-খাওয়া ও হাসপাতালে আসা-যাওয়ার ও ব্যবস্থা রয়েছে!

খোঁজ নিয়ে জানা যায়, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ২০০৩ সাল থেকে ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা দান সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এ বিশেষ সেবা দিচ্ছে ওয়ি প্রতিষ্ঠানটি।

রাজধানীর আদাবরে অবস্থিত দিগন্ত মেমোরিয়াল ফাউন্ডেশন নামক স্থানে  গিয়ে জানা যায় প্রফেসর ডা. নওফেল ইসলাম ২০০৩ সালে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। তার ছেলের নাম ছিলো দিগন্ত। সে ছয় বছর বয়সে বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মারা যায়। এরপর ডা. নওফেল ইসলাম ক্যান্সার রোগীদের জন্য কিছু করার কথা চিন্তা করে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। দিগন্তের নামে নামকরণ করা হয় দিগন্ত ক্যান্সার মেমোরিয়াল ফাউন্ডেশন।

শিশুদের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে সেবা নিতে গেলে কোনো অর্থ নেওয়া হয়না। তবে শিশুদের সঙ্গে অভিভাবক থাকলে সেক্ষেত্রে দিনে দু’শ’ টাকা করে নেওয়া হয়। শুরুতে ২০ জন শিশু রাখার ধারণ ক্ষমতা ছিলো এই হাসপাতালে। এখন নারী পুরুষ সবাই থাকতে পারেন। সবমিলে বর্তমানে ৩০ জন রোগীর ধারণক্ষমতা রয়েছে ওই ফাউন্ডেশনে।

বর্তমানে ১৮ জন রোগী এখান থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইলিয়াস হোসেন বলেন, থাকা-খাওয়া, হাসপাতালে যাওয়া-আসার জন্য দৈনিক দু’শ’ টাকা করে নেওয়া হয় তাদের। স্বাভাবিক খাবারের সঙ্গে রোগীদের পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, ও ফল খাওয়ানো হয়। যারা একেবারেই গরিব রোগী, যাদের চিকিৎসা করানোর সামর্থ্য একেবারেই নেই, তাদেরকেও বিনামূল্যে রেখে দেওয়া হয় চিকিৎসা। অনেক সময় প্রয়োজনে আর্থিক সহায়তাও করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।

তিনি বলেন, প্রতিদিন রোগীদের গাড়িতে ক্যান্সার রোগীদের আস্থার জায়গা দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন করে হাসপাতালে পাঠানো হয়।  আমাদের এখানে থাকা অবস্থায় যদি কোনো রোগী মারা যায় আমরা তাদের দাফনের টাকা পয়সা ও প্রধান করি। এখানে শিশুদের খেলাধুলা ও রোগীদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে।

গ্রামের অনেক মানুষই জানেন না তারা ঢাকায় এসে কোথায় থাকবেন, কী করবেন, কার কাছে যাবেন। তাদের জন্য এই প্রতিষ্ঠান অনেকটা সুখবর বলে মনে করেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে এই ফাউন্ডেশনের অবস্থান করে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন বাগেরহাটের সাইফুল ইসলাম (৪২)। তিনি জানান, ২০১৭ সাল থেকেই চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে আর কুলকিনারা করতে পারছিলেন না তিনি। এই ফাউন্ডেশনের খোঁজ পেয়ে এখানে থেকে চিকিৎসা শুরু করেন তিনি।

সাইফুল বলেন, এখানে আসার পর শুধু থাকা-খাওয়ার ব্যবস্থাই নয়; অন্যান্য সুবিধাও দিচ্ছে ফাউন্ডেশন থেকে। ফাউন্ডেশন থেকে নিজস্ব গাড়িতে করে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত কাজ শেষে আবার নিয়ে আসে। আমার দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছে। এখান থেকে আমাকে আর্থিকভাবে সহায়তাও করেছে।

এই ফাউন্ডেশনের অর্থায়ন প্রসঙ্গে ব্যবস্থাপক ইলিয়াস বলেন, ফাউন্ডেশনের সরকারি বা বেসরকারি কোনো ফান্ড নেই। কয়েকজন চিকিৎসক আর ব্যবসায়ীর দেওয়া সহযোগিতায় চলে এই প্রতিষ্ঠানটি । এখন ৫৩ জন সদস্য রয়েছেন, যারা নিয়মিত ভাবে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন :