এ বছর নিয়োগ দেওয়া হবে ১০ হাজার চিকিৎসক: স্বাস্থ্যমন্ত্রী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৩৭ পিএম, ০৫ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তিমি বলেন চলতি বছরই আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা গুলো জানিয়েছেন।

নাসিম বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের আগের থেকে অনেক বেশী অগ্রগতি হয়েছে। দেশের সর্বত্র বিস্তার লাভ করেছে ডিজিটাল ও উন্নত স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক।এমন মজবুত অবকাঠামোর ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানের মাত্রার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো বিশ্বের উন্নয়নশীল দেশের  জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে।’

‘অবকাঠামোর উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক চালু, স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম সহ ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। তবে এই সেক্টরে জনবল সংকট রয়ে গেছে এখনো। তাই চলতি বছরেই ১০ হাজার চিকিৎসক এবং ৪০ হাজারের বেশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছে সরকার।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘সরকারের মন্ত্রিপরিষদ থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবেন কি করবেন না, এটা নিয়ে আওয়ামী লীগ বিচলিত হওয়ার কিছু নেই।’

‘এই মুহূর্তে তারা সরকার থেকে পদত্যাগ করে কী করবে? তারা কী অর্জন করতে পারবে? এখন পদত্যাগ করার কোনো অর্থ হয় না। তারা পদত্যাগ করলে দেশের রাজনীতিতে কোনো সুফল বয়ে আনবে না। তাদের জন্য ও কোনো সুফল আসবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, ‘তারা একসাথে সরকার গঠন করেছিল সহযোগিতার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে কাজ করেছেন। পৃথিবীর অনেক দেশে এমন নজির আছে। এই সময় বিপ্লবী সেজে তাদের কোনো লাভ হবে না। এখনো তাদের বিরোধী দলের ভূমিকা রাখার সুযোগ আছে।’

আপনার মতামত লিখুন :