সাদা কাপড় হবে আরো সাদা…
এই গরমে যারা সাদা কাপড় ব্যবহার করেন তাদের জন্য রাস্তা-ঘাটে চলাফেরা একটু মুশকিলই বটে। গরমে প্রচুর ধুলাবালি পড়তে দেখা যায় সাদা কাপড়ে। ধোয়ার সময় বাড়তি নজর দিতে হয় এই দাগের প্রতি। আবার সাদা কাপড়ে নীল । সবাই ঠিক মতো নীল দিতেও পারেন না।
এইসব ঝামেলা এড়িয়ে সাদা কাপড়কে আরও সাদা রাখার একটা পদ্ধতি জেনে নিন। সংসারের কাজে ভালোই প্রয়োজন পড়বে এই পদ্ধতির।
এই পদ্ধতি কাজে লাগানোর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র আধা কাপ বেকিং সোডা। প্রথমে আপনার সংসারের সাদা কাপড়গুলো একসাথে করে ভালোমতো ধুয়ে নিন। খেয়াল রাখুন, যেনো কাপড় ধোয়ার ক্ষেত্রে কোনো রকম অবহেলা না হয়। আগে থেকেই লেগে থাকা দাগ দূর না হলে সাদা করার ক্ষেত্রে খুব বেশি একটা সাফল্য পাবেন না।
কাপড় ধোয়া শেষ হলে আধা বালতি পানিতে আধা কাপ বেকিং সোডা মেশান। এরপর আপনার ধোয়া সাদা কাপড়গুলো বেকিং সোডা মেশানো পানিতে ভিজিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পার হলে এবার পরিষ্কার পানি দিয়ে কাপড়গুলো আবার ধুয়ে নিন। ব্যস, শুকানোর পর আপনার সাদা কাপড় দেখাবে একেবারে ধবধবে সাদা।



