নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান?

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৪ এএম, ১০ জুলাই ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে কে না চায়? আর এজন্য সবায় তাদের প্রচেষ্টায় কোনো রকম ত্রুটি রাখতে চান না। নিজেকে আকর্ষণীয় করে তুলতে মানুষ পোশাক-আশাক থেকে শুরু করে অন্যান্য সবরকম উপকরণ ব্যবহার করে থাকে। তবে শুধু পোশাকাদি বা উপকরণ-ই যথেষ্ট নয়। এজন্য নিজেকে অন্যের কাছে কিভাবে উপস্থাপন করছেন ও অন্যদের সঙ্গে কিভাবে মিশছেন সে বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। নিচে অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলো :

 

 

নিজেকে মজার মানুষে পরিণত করুন :
গোমড়ামুখো মানুষদের কেউই পছন্দ করে না খুব এক টা। এ কারণে রসবোধ থাকাটা মানুষের নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

 

 

প্রিয় মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন :
একা থাকলে তা আপনাকে একঘরে করে দিতে পারে। তাই নিজের প্রিয় মানুষদের সঙ্গে থাকার গুরুত্ব রয়েছে। আপনার আশপাশে রাখুন এমন সব মানুষদের, যারা আপনার পথের সাথি হবে। ২০১৪ সালের এক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে।

 

 

হালকা কথাবার্তা নয় :
কিছু কথা রয়েছে, যা আপনার ব্যক্তিত্বকে হালকা করে দেবে। এ ধরনের ছোটখাট কথাবার্তা বাদ দিন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলুন সব সময়। তবে সব সময় এমন কথাবার্তা প্রয়োজন না হলেও কখনো কখনো এর গুরুত্ব রয়েছে।

 

 

নেতা হয়ে উঠার চেষ্টা করুন :
একজন নেতা সব সময়েই অন্যদের আকর্ষণ করেন। এক্ষেত্রে অন্য সব মানুষের দায়িত্ব নেওয়া এবং অন্যদের সুযোগ সুবিধা দেখার বাড়তি দায়িত্বও চলে আসে নেতার ওপর। তবে যে কোনোভাবেই হোক না কেন, নেতা হয়ে উঠলে আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে।

 

 

বেশি করে হাসুন :
অন্যদের আকর্ষণে হাসির গুরুত্ব রয়েছে। যে কোনো মানুষের সঙ্গেই সম্পর্ক সৃষ্টি বা গড়ে তোলায় কিংবা যোগাযোগে হাসি অত্যন্ত কার্যকর। হাসির ফলে আপনার অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এবং আপনি জনপ্রিয় হয়ে উঠবেন।

 

 

কুকুরের ভূমিকা :
আপনার যদি একটি পোষা কুকুর থাকে তাহলে তা আপনাকে অন্যদের তুলনায় জনপ্রিয় করে তুলবে। এর কারণ হিসেবে জানা যায়, কুকুর বা অনুরূপ কোনো প্রাণী পালন করতে পারলে তা আপনাকে অন্যদের নিকট দায়িত্ববান হিসেবে পরিচিত করতে পারে।

 

 

অন্যদের প্রতি সদয় হোন :
যে কোনো মানুষের সঙ্গেই কঠোর ব্যবহার করা উচিত নয়। একজনের সঙ্গে কড়া ব্যবহার করলে তা যে শুধু তাকেই আপনার শত্রু করবে এমনটা নয়, এ কারণে তা আরও বহু মানুষকে আপনার শত্রু করতে পারে।

 

 

ভালো স্থানে বসবাস করুন :
আপনি কোন স্থানে বসবাস করছেন তা শুধু আপনার জন্য নয়, অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ। অন্যরা এ বিষয়টি বিবেচনা করে আপনার নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়।

 

 

একাগ্র হোন :
একাগ্রভাবে কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠার গুরুত্ব রয়েছে। এতে অন্যরা আপনাকে আকর্ষণীয় হিসেবে বিবেচনা করতে পারে।

 

 

কঠিন খেলাধুলা :
কঠিন কিংবা ঝুঁকিপূর্ণ কিছু খেলাধুলা অন্যের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে। ইউনিভার্সিটি অব আলাস্কার গবেষকরা সম্প্রতি এ বিষয়ে প্রমাণ পেয়েছেন।

 

 

লাল পোশাক :
বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে লাল পোশাকের জুড়ি নেই। যেসব নারী লাল পোশাক পরেন তারা সহজেই পুরুষদের আকর্ষণ করতে পারেন। কয়েকটি গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে।

আপনার মতামত লিখুন :