আবারও আযানের সময় বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

আবারও আযানের সময় বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী। তিনি আজ বিকেলে রাজশাহীতে দলীয় জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় আজান শুরু হলে বক্তব্য বন্ধ করে দেন।

এর আগে ৩০ জানুয়ারি সিলেটে বন্ধ করেছিলেন।

সেদিন সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিকালে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪টা ১০মিনিটের সময় আসরের আজান শুরু হয়। যা কানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বলেন, এখন আজান দিচ্ছে, আজান শেষ হলেই বক্তব্য দেব। এরপর বক্তব্য দেওয়া বন্ধ করেন তিনি। আজান শেষ হওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন :