সুরমার পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৪২ পিএম, ০৪ জুলাই ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>>

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে শহরের সাধারণ মানুষের মনে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

 

উত্তর আরপিননগর এলাকার বাসিন্দা আবু আলী বাংলানিউজকে বলেন, বসতবাড়ী নদীর পাড়ে হওয়ায় আমরা বেশি ঝুঁকিতে আছি। পানি এভাবে বাড়তে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ঘরের ভেতরে ঢুকে পড়তে পারে।

 

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বাংলানিউজকে বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমার পানি বেড়েছে। মঙ্গলবার সুরমা নদীর পানি ছিল ৭১ সেন্টিমিটার। পানি এভাবে বাড়া অব্যাহত থাকলে বন্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে।

সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল বাংলানিউজকে বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় শহরের সুরমা নদীর তীরবর্তী এলাকা সাহেব বাড়িঘাট, পশ্চিমবাজার, উত্তর আরপিননগর, বড়পাড়া নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আপনার মতামত লিখুন :