আজ প্রধানমন্ত্রী পটুয়াখালী, বরগুনা যাচ্ছেন ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৫৪ এএম, ২৭ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার তালতলী উপজেলায় যাচ্ছেন আজ। সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তেজগাঁয়ের পুরাতন বিমানবন্দর থেকে পটুয়াখালীর পায়রার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পটুয়াখালী জেলার পায়রায় ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্পের আওতায় “স্বপ্নের ঠিকানা” পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পায়রা বন্দরের বিভিন্ন স্থাপনাসহ জেলার বিভিন্ন এলাকার ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এসময় তিনি পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লাট প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে বসতবাড়ী-জমি হারানো ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারকে “স্বপ্নের ঠিকানা” নামের প্রকল্পে পুনর্বাসনের জন্য তাদের প্রত্যেকে বাড়ীর চাবি ও দলিল হস্তান্তর করবেন।

এইদিকে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লাখো জনতা।

তালতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

শেখ হাসিনার আগমন উপলক্ষে কলাপাড়া ও তালতলী উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রঙিন সাজে সেজেছে তালতলীর অলিগলি ও সভামঞ্চ।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে গোটা দক্ষিণাঞ্চল হবে উন্নয়নের রোল মডেল। আর বরগুনা জেলা হবে সেই উন্নয়ন মডেলের প্রবেশদ্বার।

 

আপনার মতামত লিখুন :