একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪০২৩ জন। সোমবার সন্ধ্যা ৬টার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি সমাপ্তি ঘোষণা করলে মনোনয়ন প্রত্যাশীদের এই সংখ্যা পাওয়া যায়।
শুক্রবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনার মনোনয়ন ফরম বিক্রি এবং হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।
শুক্রবার ১ম দিনে ১৩২৯ টি, দ্বিতীয় দিন শনিবার ১১৩২ টি এবং রোববার ৮৩৫ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। চতুর্থ দিন সোমবার ৭২৭ জন অর্থাৎ চার দিনে ৪০২৩টি মনোনয়ন বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা করে মোট মূল্য দাঁড়ায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।