এ জয় আপামর জনগণের: প্রধানমন্ত্রী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উদযাপনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বিশাল বিজয় বাংলার আপামর জনগণের। এবারই দীর্ঘদিন পর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তারা আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। শনিবার বিকেল ৪টা ৩৬ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিশাল বিজয় সমাবেশে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জনগণ এবার নৌকার পক্ষে রায় দিয়েছেন। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। নিজেদের ভাগ্য গড়ার পক্ষে রায় দিয়েছেন। সব দল অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করেছে। এজন্য আমি সব রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানের পরিবেশ তৈরি করে দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধন্যবাদ মা-বোন ও তরুণ প্রজন্মকে। তাদের প্রতি আমার দোয়া ও আশীর্বাদ। সর্বস্তরের মানুষ যারা আমাদের ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সকল সংস্থাকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা দিনরাত পরিশ্রম করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন। এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাচ্ছি।’
জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করে সেই জয় ধরে রাখা কঠিন উল্লেখ করে তিনি বলেন, “বিজয় পাওয়া যত কঠিন, জনগণের জন্য কাজ করে সেই বিজয় রাখা আরো কঠিন, সেই কঠিন কাজটি আমাদের করতে হবে।”
তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে। আমরা এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো। এটাই আমাদের অঙ্গীকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
চতুর্থবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান।
বেলা ৩টার পরপরই শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে স্লোগানে স্লেগানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের নেতা-কর্মী সমর্থকরা। মঞ্চে শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দীপু মনি।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতা ও মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য মঞ্চে ছিলেন।