আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় হাতে চুড়ি পরব : কাদের সিদ্দিকী

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় তাহলে হাতে চুড়ি পরব বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেছেন, সঠিকভাবে নির্বাচন হলে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। যদি (ক্ষমতায়) যায় তাহলে আমি হাতে চুড়ি পরব। আর ক্ষমতায় যেতে না পারলে, বিএনপি তো পালিয়ে বেড়াচ্ছে, আওয়ামীলীগ পালিয়েও বাঁচতে পারবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আগে বঙ্গবন্ধুর আওয়ামী লীগে একে-অন্যের আত্মীয়তার সম্পর্ক ছিল। আর এখন শত্রুতা। স্বাধীনতার পর জাসদ যা হত্যা না করেছে, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের লোককে অনেক বেশি হত্যা করেছে।

তিনি বলেন, মাত্র ১৩ পার্সেন্ট ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে মানায় না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ভালোবাসে না, তারা ভালোবাসে ক্ষমতা।

জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুব শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সোহেল প্রমুখ।

আপনার মতামত লিখুন :