৮ ফেব্রুয়ারি সরকার পতনের ভিত্তি স্থাপন হবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদকঃ>>>
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৮ ফেব্রুয়ারি নেতিবাচক কোনো সিদ্ধান্ত সরকার কর্তৃক আদিষ্ট হয়ে আদালত থেকে প্রকাশ পেলে ওই দিন থেকেই বর্তমান সরকারের পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে হুঁশিয়ার করে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চান তাহলে তার জবাব তিনি পাবেন।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনো ঘটনা কারও জন্য বসে থাকে না। সময়ই বলে দেয়, কে নেতৃত্ব দেবে এবং কারা রাজপথে থাকবে। বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু করবে— এই ঘোষণা দেয় নাই বা দেবে কী না তার জন্য কিছু বসে নাও থাকতে পারে। কোনো কিছু ঘটবে না, এমন নিশ্চিয়তাও দিতে পারি না।’
গয়েশ্বর বলেন, ‘সরকারকে জবাব দিতে গিয়ে হয়তো দলের অনেকের সম্পত্তি হারানোর এবং জেলে যাওয়ার ভয় থাকতে পারে। কিন্তু সব লোক সবসময় ভয় পান না। সুতরাং ভয় দেখিয়ে লাভ হবে না।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীন হাজারির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।