স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক কাল
স্টাফ রিপোর্টার:>>>
স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল শনিবার রাতে এ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার এমন তথ্যই নিশ্চিত করেছেন মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, আগামীকাল রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৮ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা করা হবে। আর সে রায়ের দলীয় অবস্থান কি হবে এবং দলের আনুষাঙ্গিক নানা বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।



