খালেদা জিয়ার অর্থ আত্মসাতের কথা বিএনপি নেতারাও জানেন : হানিফ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>>

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির শঙ্কা দেখে মনে হয়, খালেদা জিয়ার টাকা আত্মসাতের ঘটনা নেতারাও জানেন। তারা যদি মনে করেন, বিএনপি নেত্রী দুর্নীতি করেননি, এতিমের টাকা আত্মসাৎ করেননি, তাহলে এত শঙ্কা কিসের।আজ শুক্রবার সন্ধ্যায় ফেনীর জহির রায়হান মিলনায়তন মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘মামলার রায় দেওয়ার দিনক্ষণ যত এগুচ্ছে, বিএনপির অস্থিরতা তত বাড়ছে। জনগণের প্রতি যতি শ্রদ্ধাশীল থাকেন, আদালত যে রায় দেবে তা মেনে নেবেন এমনটাই প্রত্যাশা করছি। যদি রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের জনগণ এটা বরদাশত করবে না।

 

’আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক আরও বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন- ২০১৮ সাল বিএনপির সাল। আমরা বলতে চাই, ২০১৮ সালে পরাজয়ের মাধ্যমে আস্তাকুড়ে চলে যাবে বিএনপি। ২০২৪ সাল নিয়েও তাদের চিন্তার কারণ নেই।’জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলি, হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।সমাবেশে আবদুল মতিন খসরু বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। না আসাটা তাদের আত্মহত্যার শামিল। বিএনপি ৫ জানুয়ারির নিবাচনে অংশ না নিয়ে মারাত্মক ভুল করেছে। পেট্রল বোমা মেরে যত লোক হত্যা করেছে তার জন্য আল্লাহর কাছে এবং জাতির কাছে ক্ষমা চান। জনগণ আপনাদের ভোট দিতে পারে না।’নির্বাচনকালীন সহায়ক সরকার প্রসঙ্গে আবদুল মতিন খসরু বলেন, বিএনপি বলছে সহায়ক সরকার চাই। তা আমাদের সংবিধানের কোথায় আছে। যদি সহায়ক সরকার চান, তাহলে সংবিধান সংশোধন করতে হবে। আপনারা সরকারেও নেই, বিরোধী দলেও নেই। তাহলে কিভাবে সংবিধান সংশোধন করবেন। নির্বাচনে জয় লাভ করে সংসদে আসুন তারপর সহায়ক সরকার বিল পাস করুন।

আপনার মতামত লিখুন :