প্রধানমন্ত্রী নয় সবার বক্তব্যে নিজাম হাজারী, বিস্মিত হানিফ
নিজস্ব প্রতিবেদকঃ>>>
আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দেশব্যাপী সাংগঠনিক সফরের শুরুতে আজ ফেনীতে কর্মিসভা হয়েছে। ওই সভায় স্থানীয় নেতারা তাদের বক্তব্যে কেবল স্থানীয় সাংসদ নিজাম হাজারীর বন্দনা করেছেন বলে বিস্মিত দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার আক্ষেপ, এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নাম নেননি।
ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সাংগঠনিক সফরের জন্য গঠিত কেন্দ্রীয় টিমের সদস্য হানিফসহ পাঁচ নেতা সভামঞ্চে উপস্থিত ছিলেন। অন্য চারজন হলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ।
ফেনী শহরের শহীদ জহির রায়হান হল মাঠে অনুষ্ঠিত কর্মিসভায় হানিফ বলেন, ‘সভায় সব উপজেলা পর্যায়ের নেতার বক্তব্য শুনেছি। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, সবার বক্তব্যের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের নাম। দুজন ছাড়া আর সবাই দলের সভানেত্রীর নাম পর্যন্ত উচ্চারণ করতে ভুলে গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। যাকে কেন্দ্র করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে সেই নেত্রীর নাম উচ্চারণ করেননি তারা।’
তবে জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান তাদের বক্তব্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম উল্লেখ করেন বলে জানান হানিফ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে এবং জেলা দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, খায়রুল বাশার মজুমদার তপন, সদস্য ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ, ফেনী পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, দাগনভূঞা উপজেলা সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাসিম ও জহির উদ্দিন মাহমুদ লিপটন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা নেতারা ছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ দেশব্যাপী সাংগঠনিক সফরের জন্য ১৫টি দল গঠন করেছে। ফেনীতে আজকের সভায় যে পাঁচ কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন তাদের নিয়ে গঠিত দলটি আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সাংগঠনিক বিষয়ে তদারক করবে।



