খালেদা জিয়ার রায় ঘিরে উদ্বেগ-আতঙ্কে সোনাগাজী || যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি হুমকি!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৮

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ>>>

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়কে ঘিরে সোনাগাজী যুবদল-ছাত্রলীগের মুখোমুখি অবস্থান নেয়ায় সোনাগাজীর রাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সোনাগাজী যুবদল-ছাত্রলীগের নেতাদের পাল্টাপাল্টি হুমকি-ধামকিতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। রায়ের দিনকে ঘিরে দুই দল ও সরকারের সাংঘর্ষিক প্রস্তুতির খবরে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

 

এনিয়ে যুবদল সাধারন সম্পাদক খুরশিদ আলম ভূঞা তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন- আমাদের দেশনেত্রীর কিছু হলে সোনাগাজী উপজেলা সেদিন যুবদল ছাত্রদল নিয়ে রাজপথ দখল করে নিবো ইনশাহআল্লাহ

সোনাগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব রবিন তার ফেইসবুক স্ট্যাটাসে লিখছেন- ৮ই ফেব্রুয়ারী বিএনপি নেত্রী খালেদা জিয়ার এতিমের টাকা মেরে খাওয়া মামলার রায় ঘোষনা করবেন মাননীয় আদালত।এই রায়কে কেন্দ্রকরে বিএনপির গর্তে লুকিয়ে থাকা সন্ত্রাসী বাহিনি আবার মাথা ছাটাদিয়ে উঠছে, ভিবিন্ন হুমকি দামকি দিচ্ছে পুরো দেশকে নাকি অচল করে দিবে। হাঁসি পেলাম শুনে।আমি সারা দেশের কথা বলবোনা শুধু সোনাগাজী উপজেলার কথা বলবো,আমার সোনাগাজীর প্রতিটি সাধারন মানুষের জান,মালের নিরাপত্তা একটুও যদি ভিগ্ন ঘটে বিএনপি বা ছাত্রদলের সন্ত্রাসী দের হাতে তাহলে আমরা সোনাগাজী উপজেলা ছাত্রলীগ হাতে চুড়ি পরে বসে থাকবোনা। আমরা প্রস্তুত সন্ত্রাসী দলের প্রতিটি নৈরাজ্য রাজপথে থেকে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে প্রতিহত করতে। কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবেনা, কঠোর হস্তে দমন করা হবে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি চেয়াপারসনের এই রায়ের বিষয়টি বর্তমানে সবচেয়ে গুররুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিএনপি ও আওয়ামী লীগ। উভয় দলই পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। দুই দফা আন্দোলন ব্যর্থ হওয়ার পর এতদিন রাজপথে নিষ্ক্রিয় থাকলেও দলের অস্ত্মিত্বের প্রশ্নে আঁটঘাট বেঁধে ফের মাঠে নামার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে আরও কোনঠাঁসা করার পরিকল্পনা করছে ক্ষমতাসীনরা। সঙ্গত কারণে এই রায়কে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আরও তীব্র হচ্ছে।

আপনার মতামত লিখুন :