ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

সিলেটে হজরত শাহজালাল ও শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আসা দলের নেতাকর্মীরাও রওনা হন।

 

রাত ৮টায় হজরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে আসেন খালেদা জিয়া। সেখানে সোয়া ৮টায় তিনি সিলেট বিভাগের চার জেলার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন।

 

এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিকাল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি। সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি প্রধান।

আপনার মতামত লিখুন :