আওয়ামী লীগের যৌথসভা আজ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>>

ঐতিহাসিক ৭ মার্চের জনসভা সফল করার লক্ষে আজ দুপুর ৩টায় রাজধানীর ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সঙ্গে তার সহযোগী সংগঠন ও পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :