আরো সময় লাগবে খালেদা জিয়ার জামিনে

নিজস্ব প্রতিনিধিঃ>>>
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন হয়নি আজ। নিম্ন আদালতের নথি আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
২৫ ফেব্রুয়ারি, রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সব কথা জানান।
নিম্ন আদালত থেকে নথিপত্র পাঠানোর জন্য গত বৃহস্পতিবার ১৫ দিনের সময় দিয়েছিলেন হাইকোর্ট। সেই আদেশের কপি আজ রবিবার নিম্ন আদালত পেয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, নিম্ন আদালত নথিপত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বলে তাদের জানানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খানও একই কথা জানিয়েছেন।
এর ফলে খালেদা জিয়ার জামিন হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
এর আগে আদালতে আজ ২টা ৪০ মিনিটে কারাবন্দী খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মাদ আলী জামিন আবেদনের শুনানি করেন ।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে এই মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজনের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সাজা পাওয়ার পর থেকে পুরান ঢাকায় অবস্থিত সাবেক কেন্দ্রীয় কারাগারের বিশেষ সেলে রাখা হয়েছে খালেদা জিয়াকে। তাকে মুক্ত করতে শুরু থেকেই নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে বিএনপি। সর্বশেষ মঙ্গলবার খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আইনজীবী আবদুর রেজাক খান হাইকোর্টে আপিল করেছেন ।