হাসপাতালের জরুরি বিভাগে ছাত্রলীগের তাণ্ডব

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ পিএম, ০২ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। আজ শুক্রবার রাত ৮ টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে জরুরি বিভাগের দরজা-জানালার গ্লাস ভাংচুর করে।

পুলিশ জানায়, সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেট এলাকায় ছাত্রলীগে তেলিহওার গ্রুপের কয়েকজন কর্মীর উপর হামলা চালায় মির্জা জাঙ্গাল গ্রুপের কর্মীরা। এতে তেলিহাওর গ্রুপের ৩ কর্মী আহত হয়।

আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় জরুরি বিভাগের সামনে আবারও দু’পক্ষ সংঘর্ষ জড়ায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়।

ঘটনার পরপরই মেডিকেল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের মির্জা জাঙ্গাল ও তেলিহাওর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হুসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :