নির্বাচন কমিশনের প্রতি কোন ভরসা নেই আমাদেরঃ এরশাদ

স্টাফ রিপোর্টারঃ>>>
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোন আস্থা নেই।
৭ মার্চ, বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ঈদগাহ মাঠে আয়োজিত তৃণমূল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান কালে এরশাদ এ সব বক্তব্য তুলে ধরেন।
এরশাদ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। নাসিরনগরে নিরপেক্ষ এক টি নির্বাচন করে আপনারা (নির্বাচন কমিশন) দেখিয়ে দেন। তাহলে দেশের মানুষের আস্থা আবার ফিরে আসবে আপনাদের উপর। নির্বাচন করে প্রমাণ করুন, আপনারা নিরপেক্ষ কিনা।’
জাতীয় পার্টির ভিতরে কোন কোন্দল নেই উল্লেখ করে এরশাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে এবং জয়ী হবে।’
মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় থাকতে পারবেনা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারের টিকে থাকার একমাত্র উপায় হলো মানুষের ভালোবাসা ও সমর্থন। দেশের মানুষ শান্তি চায়, শান্তিতে ঘুমাতে চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই শান্তির নিশ্চয়তা দিতে পারবে দেশের মানুষকে।’
সরকারের সমালোচনা করে এরশাদ আরও বলেন, খাদ্য মজুদ আছে শুধু মুখে বলা হচ্ছে। কিন্তু তার বাস্তব কোন চিত্র নেই।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জিয়াউল হক মৃধা । এতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।
খবর ইউএনবির