কারাগারে এক মাস পূরণ হল খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টারঃ>>>
দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ভোগের এক মাস পূরণ হয়েছে বৃহস্পতিবার (৮ মার্চ)। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবরণ করলেও কোনো মামলায় এবারই প্রথম সাজা ভোগ করতে হচ্ছে খালেদা জিয়াকে। বিদেশ থেকে এতিমদের জন্য জিয়া অরফানেজ ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত।
রায় ঘোষণার পরই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে নিয়ে রাখা হয়। দুর্নীতির দায় মাথায় নিয়ে সাজা ভোগ করতে হচ্ছে বিএনপি নেত্রীকে।
বর্তমানে সাজা ভোগ করলেও কারাভোগ কিন্তু এটিই প্রথম নয় খালেদা জিয়ার। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী। সেসময় তার মইনুল হোসেন রোডের বাড়িটিকে সাব-জেল ঘোষণা দিয়ে সেখানে তাকে আটক রাখা হয়েছিল। তখন এক বছর নয় দিন বন্দি থাকার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ছাড়া পেয়েছিলেন তিনি।
এর আগেও কারাভোগ করেছিলেন তিনি। স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৭ সালে গ্রেফতার হয়ে কারাভোগ করতে হয়েছিলো বিএনপি নেত্রী কে।।