যুদ্ধাপরাধী-খুনিদেরকে ক্ষমতায় আসতে দিবেন না: প্রধানমন্ত্রী

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ এএম, ০৮ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

যুদ্ধাপরাধী-খুনিরা যেন কোনভাবে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান দেশের জনগনের প্রতি।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশের, দেশের জনগণের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে । বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বিশ্বে। কিন্তু এর আগে যারা ক্ষমতায় বসে ছিল- সেই জিয়া, এরশাদ কিংবা খালেদার সরকারের সময় দেশে এত উন্নতি করতে সক্ষম হয়নি। তাই আপনাদের কাছে আমার আহ্বান, যুদ্ধাপরাধী-খুনিরা যেন কোনোদিন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম। সেসময় বাংলাদেশের মানুষের জন্য ছিল স্বর্ণযুগ।’

২০০১ সালে পুনরায় ক্ষমতায় না আসার কারণ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গ্যাস আমাদের মূল্যবান এক টি সম্পদ। আমেরিকা গ্যাস উত্তোলন করতে চেয়েছিল আর সেই গ্যাস কিনতে চেয়েছিল ভারত। আমি বললাম, এ গ্যাসের মালিক দেশের জনগণ। বাংলাদেশে অন্তত ৫০ বছরের গ্যাস মজুদ থাকবে।’

 

শেখ হাসিনা বলেন, ‘জনগণের স্বার্থ নিয়ে ভেবেছি বলেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল তখন। আমরা ভোট বেশি পেলাম কিন্তু তারপর ও সিট পেলাম না। তাই ক্ষমতায় ও আসতে পারিনি।’

 

প্রধানমন্ত্রী আরও  বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী-রাজাকারদের মন্ত্রী বানালেন খালেদা জিয়া। খুনি রশিদ, হুদা্র মত মানুষকে পার্লামেন্টে বসানো হলো। যুদ্ধাপরাধী হয়ে গেল মন্ত্রী, হয়ে গেল উপদেষ্টা। আমাদের জন্য এর থেকে লজ্জার আর কী হতে পারে?’

 

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির শাসনামলে আমাদের দুইজন এমপিকে হত্যা করা হয়েছে। অনেক মা বোনকে করা হয়েছে নির্যাতন। হত্যা করা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীদের । অনেকে এখনো জীবন-যাপন করছেন আহত অবস্থায়।’

 

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতায় আসার জন্য এই বিএনপি সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। তারা আবার ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে।

আপনার মতামত লিখুন :