জনগণের ভোটের প্রতি অসম্মান দেখিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধিঃ>>>
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপি প্রকারান্তরে সেখানকার জনগণের প্রতি চরম অসম্মান দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, গাজীপুরের নির্বাচনেই তা প্রমাণ হয়েছে।বিএনপি জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশীদের প্রতি আস্থা রাখতে চায়। সে কারণে তারা বিদেশীদের দ্বারস্থ হতে চায়। তবে জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশীদের দ্বারস্থ হয়ে কোনো লাভ হবে না।
গাজীপুরে বিএনপি নৌকার ব্যাজ লাগিয়ে ভোট সন্ত্রাস করেছে অভিযোগ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের (বিএনপি) একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে শিমুলিয়ার স্থানীয় নেতার ফোনালাপে এটা বেরিয়ে এসেছে। এ থেকে প্রমাণিত বিএনপি বরাবরের মতো পরিকল্পিতভাবে অরাজকতা, সন্ত্রাস, বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধের ষড়যন্ত্র করেছে। তাদের ষড়যন্ত্র জাতির সামনে উঠে এসেছে।
বিএনপিকে নির্বাচনে অনিয়মের প্রমাণ দেয়ার চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কখনো নয়াপল্টন কার্যালয়ে, কখনো নির্বাচন কমিশন অফিসে বসে ক্রমাগত মিথ্যাচার করেছেন। ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে। ওই নয়টি কেন্দ্র ছাড়া কোথায় কোথায় অনিয়ম হয়েছে, এটা বিএনপিকে বলতে হবে। অন্ধকারে ঢিল ছুড়লে হবে না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কর্মীদের নৌকার ব্যাজ লাগানোর নির্দেশনা দিয়েছে, সেটাও দেশবাসীর কাছে দিবালোকের মতো পরিষ্কার। নাশকতার অপরাজনীতি ধরা পড়ার পরও কি বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে না? বিএনপির নেতারা বুঝতে পারেননি ভীতি সঞ্চার করে জনগণের মতামত পরিবর্তন করা যায় না। গাজীপুর সিটি নির্বাচনে তা আবারো প্রমাণিত হয়েছে। বিএনপি নেতাদের বোঝা উচিত লুটেরাদের দল, দুর্নীতিবাজদের দল ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। খুলনার পর এখন গাজীপুরের ফল এর প্রমাণ।



