২০ দলীয় জোটের বৈঠক অাজ
জি এস অনলাইন:>>>
২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি বুধবার (৪ জুন) বিকালে ৫ টায় গুলশান দলীয় চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুয়ায়া বাংলা ত্রিবিউনকে এ তথ্য জানায়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জোট সূত্র জানায়, বৈঠকে বসে আলোচনা সভায় সিলেট সিটি নির্বাচনের মেয়র পদে জোটের দুই দল অংশীদারিত্বের প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত প্রার্থীকে প্রদান করা হয়েছে। এছাড়া এই তিনটি সিটি ২০ দলীয় জোটের নির্বাচনে প্রচারের জন্য টিম গঠন হতে পারে।
জোটের একটি সহকারী দলের মহাসচিব বলেন, ‘বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন সিটি নির্বাচন ইস্যুতে রয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির বাইরে জোটগত কোনো কর্মসূচী দেবার সিদ্ধান্তও হতে পারে। ‘
এর আগে গত ২৭ জুন সর্বশেষ এই জোট অধিবেশন অনুষ্ঠিত হয়।



