স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে আমরাও জাতীয় ঐক্য চাই -ওবায়দুল

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৫৬ পিএম, ০২ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরাও জাতীয় ঐক্য চাই, তবে সেটা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য।

 

মঙ্গলবার (০২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও জাতীয় ঐক্য চায়। তবে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। বিএনপি তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজকে দলের চেয়ারপারসন করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে। বাম শক্তিগুলোকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাদের।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে আইন- শৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

আপনার মতামত লিখুন :