“ধানের শীষ এখন সাপের বিষ” বাংলার মানুষ আর এই বিষ চায়না

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

জিএস অনলাইন ডেস্কঃ>>>

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণকে সুখী করার জন্য ব্যাপক উন্নয়ন করেছে দেশের। আওয়ামী লীগ সরকার যে পরিমাণে উন্নয়ন করছে, গত একশ বছরেও কেউ দেখেনি। বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশে কোন উন্নয়ন হবে না। এ কারণেই আর বিএনপি চায় না মানুষ! ধানের শীষ এখন সাপের বিষ।

 

আওয়ামী লীগ সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের পঞ্চম দিন শুক্রবার সকালে রাজধানীর গাবতলীতে প্রচারের অংশীদারিত্বের অংশীদারদের প্রশ্নোত্তর ওবায়দুল কাদের এসব কথা বলে।

 

ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত। বিএনপি নির্বাচন বানচাল করার লক্ষ্যে কোনো নাশকতা হলে তার সমুচিত জবাব দেবেন বাংলাদেশের জনগণ। তিনি বলেন, বিএনপি সহজ পথ দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা কোন কারণে মনে হয়। বিএনপি বুঝেছে সোজা পথে তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। জনগণ তাদের চায় না।

 

 

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপি রাজনীতি করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ উপযুক্ত জায়গা, আদালতও সেটি বলেছে। তাহলে সরকার ভুল কোথায়? খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার রাজনীতি করেছে। তার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বিএনপি।

 

 

বাম দলের সঙ্গে ঐক্য বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কোন জোটকে নির্বাচন করি আমাদের সাথে একীভূত করতে বলিনি। আমি বললাম, বামপন্থীরা মুক্তিযুদ্ধে চেতনা বিশ্বাস করে। জাতির পিতাকে শ্রদ্ধা করে। বামপন্থীদের ভেতরে কেন এত ভাঙন সুর? আপনি একসঙ্গে থাকুন। তাদের সাথে একীভূত করতে আমি বলিনি। আমরা ঐক্য চেয়েছি, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, আমরা ঐক্য চেয়েছি নষ্ট রাজনীতি করেছি, আমরা জাতীয় ঐক্য চাইছি স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে। ‘

 

 

একাদশ জাতীয় নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ইভিএম সীমিত পরিসরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হবে আওয়ামী লীগ চায়। নির্বাচন কমিশনের কাছে তিনি দাবি করেছেন। তিনি আরো বলেন, নির্বাচনী জালিয়াতি না হয়, কারচুপি না, কেউ যেন বাক্সে ভর্তি না করতে পারে, জাল ভোট দিতে পারে কেউ কেউ দিতে পারে, সে জন্যই ইভিএম। আধুনিক বিশ্বের একটি বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা অনুভুতি ইভিএম।

আপনার মতামত লিখুন :