আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, বাইরের শত্রু প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৬ এএম, ০৬ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

আসন্ন জাতীয় নির্বাচনে দলের মনোনয়নের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার ‘খবর’ আছে বলে হুশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে তিনি এ হুশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার কেউ বিদ্রোহ করলে তার খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। কাজেই অপর্কম করবেন না, কারও ব্যাপারে গীবত করবেন না।’

আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, বাইরের শত্রু প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রার্থী হতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না, মশারির মধ্যে মশারি লাগাবেন না। যাকে মনোনয়ন দেয়া হয় তিনি বাকি প্রার্থীদের শত্রু ভাববেন না। যারা মনোনয়ন চাইবেন তাদের মনোনয়নের মার্কা হবে নৌকা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, তা দেশের মানুষ একশ বছরেও দেখেনি।’ এই সাফল্যের সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘চা দোকানে বসে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন, আপনারা নিজের দলের নেতাকর্মীদের নিয়ে কথার আক্রমণ করেন। নিজের দলের লোককে নিয়ে সমালোচনা করার বদঅভ্যাস ত্যাগ করুন।’

এসময় তিনি বিএনপির সমালোচনা করেন বলেন, ‘কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে নিরাপদে ক্ষমতায় যেতে চেয়েছিল বিএনপি। বিদেশিদের কাছে গিয়ে নালিশসহ কান্নাকাটি করে তাদের কোনো লাভ হয়নি।’

আপনার মতামত লিখুন :