রিজভীর নেতৃত্বে রাজধানীর পান্থপথে বিএনপির বিক্ষোভ মিছিল ।।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৪ এএম, ০৯ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>> 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর পান্থপথে বিক্ষোভ মিছিল করছে বিএনপি।

সকাল ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে পান্থপথ মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে দাবি করা হয়।

বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত  ষড়যন্ত্রমূলক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :