পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যৎ নেই: কাদের

স্টাফ রিপোর্টার:>>>
বিএনপি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণার’ পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছেন, ‘পানি আর তেলে মেশে না। এই জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যৎ নেই। ১০ বছরে যারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াতে পারে না, এখন এক মাসে কি কান্ধে উঠবে?
সোমবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের শিল্পবিষয়ক উপ-কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কাকে নিয়ে আন্দোলন করবেন, জনগণকে নিয়ে? জনগণ কেন আসবে? জনগণ আসার মতো কোনও অবজেকটিভ কন্ডিশন (বস্তুনিষ্ঠ অবস্থা) বাংলাদেশে নেই। রোজার ঈদ চলে গেল, তারপর কোরবানি ঈদ, এখন তো আর ঈদ নেই। আরেক ঈদ আসবে ২০২১ সালে, তখন আন্দোলনের চিন্তাভাবনা করতে পারেন। তার আগে আন্দোলনের আর কোনও ভবিষ্যৎ নেই। মরা গাঙ্গে জোয়ার আসে না। ১০ বছরে পারেন নাই, আর এক মাসে আন্দোলন।’
আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটি আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, উপ-কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।