খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে নাঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তিকে নষ্ট করতে বর্তমান ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাকে ফাঁসাতে আদালতকে ব্যবহার করছে। বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত এবং সরকারে পেটোয়া বাহিনীর দ্বারা অত্যাচার-নির্যাতনের শিকার।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক যে স্পেস সেটা ক্রমেই সংকচিত করে ফেলেছে সরকার। এখন আর কিছু অবশিষ্ট নেই বললেই চলে। এই ঐক্যফ্রন্টের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বর্তমান আওয়ামী সরকার দেশের মানুষের যে অধিকারগুলোকে হরণ করেছে তা জনগনকে ফিরিয়ে দিতে ঐক্যফ্রন্ট কাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠনসহ পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা চলবে না এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

তিনি বলেন, দুর্গাদেবী এমন সময় মানুষের মাঝে বিরাজ করছেন যখন এ দেশে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে। এই অবস্থায় দেশের মানুষ শান্তিতে নেই। সকল সুখ-শান্তি বিনাশ করেছে বর্তমান এই সরকার। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা, উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :