আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে বৈঠকে বসেছে নবগঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ নেতারা।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের কর্মকৌশল ঠিক  সহ নানা বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে নবগঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টের’ নেতারা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলাশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।যদিও রাত সাড়ে ৮টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। কয়েকজন নেতা দেরিতে অাসার কারণে প্রায় ঘণ্টাখানেক পর এই বৈঠক শুরু হয়।

রাত ৮টার পর কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ অাহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জেএসডি সভাপতি অা স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক অাব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী ও মোস্তফা মহসিন প্রমুখ।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন এই রাজনৈতিক জোট। এতে বিএনপি-গণফোরাম ছাড়াও রয়েছে জেএসডি ও নাগরিক ঐক্য।

 

আপনার মতামত লিখুন :