কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক আজ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:১২ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,জাতীয় ঐক্য ফ্রন্টের লক্ষ্য  ও বিভিন্ন দাবি দাওয়া  তুলে ধরতে আজ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্য ফ্রন্ট। জোট গঠনের পর এদিনই প্রথম কোন কর্মসূচি করছে তারা।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সঙ্গে তাদের বৈঠক হবে।

গত ১৩ অক্টোবর বিএনপি, গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জাতীয়  সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এর পর এটাই কূটনীতিকদের সঙ্গে প্রথম বৈঠক। বৈঠকে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না প্রমুখ নেতা অংশ নেবেন।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে সমন্বয় করতে লিয়াজো কমিটি গঠন করা হয়েছে।

মোশাররফ জানান, ২৩ অক্টোবর সিলেটে, ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশ করবে ঐক্য ফ্রন্ট। এর আগে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জেএসডি’র আ স ম আব্দুর রব, যুক্তফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মিন্টু।

আপনার মতামত লিখুন :