২৩ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>
সিলেটে আগামী ২৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ।সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদও জানিয়েছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশ না করার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কেন দেয়া হয়নি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা বলা যাবে না।
এর আগে বুধবার বিকেলে সিলেট বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেন। বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ঢাকায় জানানো হয়, আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আলী আহমদ বলেন, পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য আমরা এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে।
সি‌লে‌টে সমা‌বে‌শের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপ‌থে প্রথমবা‌রের ম‌তো যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল।

আপনার মতামত লিখুন :