সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ একদিন পিছিয়ে ২৪ অক্টোবর।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১২ এএম, ২০ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

পূর্বঘোষিত ২৩ অক্টোবরের কর্মসূচি পালনে স্থানীয় প্রশাসন অনুমতি না দেয়ায় একদিন পিছিয়ে ২৪ অক্টোবর সিলেটে যাওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জোটের বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ তথ্য জানান। তিনি বলেন, ‘যদি ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলেও সমাবেশে করবো আমরা।’

বৈঠক শেষে মন্টু সাংবাদিকদের বলেন, ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হযরত শাহজালাল, শাহ পরাণ ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করবেন। তিনি জানান, আগামী ২৬ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। তবে কোথায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিয় হবে সে স্থান ও সময় নির্ধারণ করা হয়নি।

ধানমন্ডিতে নাগরিক ঐক্যের এক নেতার বাসায় ঐক্যফ্রন্টের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। তিন ঘণ্টার ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনই তানিয়া রব প্রমুখ।

আপনার মতামত লিখুন :