সরকারের পরাজয় বরণ এখন সময়ের ব্যপারঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>
জনগণের মিলিত শক্তির কাছে বর্তমান শাসকগোষ্ঠীর পরাজয় বরণ এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
জনগণের ম্যান্ডেটবিহীন বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন পৃথিবীর যেকোনো স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
রাজনৈতিক কর্মী দমনেই সরকার গায়েবি মামলা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জুলুমবাজ আওয়ামী সরকার মিথ্যা-গায়েবি মামলা দিয়ে গণগ্রেফতার করে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই, তা হল- ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারবে না।
এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ খান খোকনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, যখন আমরা গণতান্ত্রিক সব অধিকার থেকে বঞ্চিত, যখন আমাদের সভা করতে দেয়া হয় না, একটা মিটিংও করতে দেয়া হয় না, অথচ গায়েবি মামলা দিয়ে রাজনৈতিক কর্মীকে হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত, এ সময়ে আবু সাঈদ খান খোকনের মতো নিবেদিতপ্রাণ একজন গণতান্ত্রিক কর্মী চলে যাওয়া নিঃসন্দেহে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আবু সাঈদ খান খোকন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে মারা যান। জানাজায় আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ প্রমুখ। এদিকে খোকনের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত করেন।