চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ আজ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২০ এএম, ২৭ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। শনিবার বিকাল তিনটায় নগরীর নুর আহমেদ সড়কে নগর বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। পাঁচটা পর্যন্ত চলা এই সমাবেশে জোটের প্রধান ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রবসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জাতীয় ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে চট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। তবে পূর্বনির্ধারিত স্থান লালদীঘি ময়দান নয়, নগরীর নুর আহমেদ সড়কের নগর বিএনপি কার্যালয়ের সামনে। শুক্রবার বেলা ১১টায় অনুমতি দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

এদিকে সমাবেশকে ঘিরে কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘২৫টি শর্তে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলো মেনে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে সমাবেশ শেষ করবেন বলে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সমাবেশ ঘিরে যে কোনো নাশকতা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।’

ড. কামালের নেতৃত্বে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমাবেশটি জোটের দ্বিতীয় সমাবেশ। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পরপরই আমরা সমাবেশ সফল করার প্রস্তুতি শুরু করি।

এদিকে সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটাতে বিএনপিসহ ঐক্যফ্রন্টের অন্যান্য দলগুলো কাজ করছে। সমাবেশ ঘিরে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশের মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আপনার মতামত লিখুন :