আগামী ২ নভেম্বর ঢাকায় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাঃ রিজভী ।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৬ পিএম, ২৯ অক্টোবর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>

ঢাকায় আগামী শুক্রবার নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে। এ ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান রিজভী।

তিনি বলেন, “৭ দফা দাবিতে আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাবো সেখানেই আমরা এই জনসভা করব। “

ঢাকার পর রাজশাহীতে আগামী ৬ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে বলেও জানান রিজভী।

গণফোরাম সভাপতি ড. কামালের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পর গত বুধবার সিলেটে প্রথম সমাবেশ হয়। নগরের তালতলার রেজিস্টারি মাঠে ওই সমাবেশ হয়। এরপর গত শনিবার চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হয়। শহরের কাজীর দেউড়িতে ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভার প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার মতামত লিখুন :