বৃহস্পতিবার গণভবনে সংলাপের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টকে ১৪দলের চিঠি।

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৬ এএম, ৩০ অক্টোবর ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>>>

সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ৮টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় সংলাপের চিঠি পৌঁছে দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহবান জানিয়ে ৭ দফা দাবি এবং ১১টি লক্ষ্য সংবলিত জাতীয় ঐক্যফ্রন্টের চিঠি দেয়ার প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপের আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আওয়ামী লীগের চিঠি নিয়ে সকালে ড. কামালের বাসায় যাই। এ সময় সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। সংবিধান সম্মত আলোচনার জন্য এখন প্রস্তুত আওয়ামী লীগ।

সংলাপের আহবান জানিয়ে নয়া জোট জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির জবাব দিতেই জোট প্রধান ড. কামাল হোসেনের বাসা যান তারা। বিষয়টি নিশ্চিত করে ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগের চিঠি নিয়ে সকালে ড. কামালের বাসায় যাই। এ সময় সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। সংবিধান সম্মত আলোচনার জন্য এখন প্রস্তুত আওয়ামী লীগ।

গত রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। তারই পরিপ্রেক্ষিতে সংলাপে বসার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নিজেই সংলাপের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দিয়েছে ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফীকুল্লাহ চিঠি পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও সদস্য এস এম কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের চিঠির পরিপ্রেক্ষিতে সোমবার এক সংবাদ সম্মেলনে সংলাপে বসার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নিজেই সংলাপের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :