গঠনতন্ত্র নিয়ে হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয়ঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ এএম, ০১ নভেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>

দলের সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার বিষয়ে হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি এজন্য যে, একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে একটা রিটের বিষয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, তা একেবারেই নজিরবিহীন। আমাদের কাছে এটি গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দল নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলে, সেই গঠনতন্ত্র যেটা থাকে, সেটাই চূড়ান্ত। সেক্ষেত্রে এই ধরনের রুলকে আইনজীবীরা বলেছেন গ্রহণযোগ্যই নয়।’

আজ বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এ বিষয়ে কোনো রকমের সন্দেহ নেই। এটাই মূল কথা।’

তিনি আরও বলেন আমি বলতে চাই, এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবিলা না করে সম্পূর্ণভাবে আদালতকে ব্যবহার করে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই বিএনপিকে ধ্বংস করে দেওয়া। দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে তারা হাতিয়ার হিসেবে এক্ষেত্রে ব্যবহার করছে। আমরা পুরো প্রচেষ্টার নিন্দা জানাচ্ছি। বিএনপি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ ৪০ বছর বিএনপি বহুবার ক্ষমতায় এসেছে জনগণের রায় নিয়ে। বিএনপিকে সহজেই ধ্বংস করা যাবে না, নির্মূল করা যাবে না।’

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, এজে মোহাম্মদ আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন :