সংলাপে সব বিষয়ে আলোচনা তবে সিদ্ধান্ত সংবিধানের আলোকে: বাণিজ্যমন্ত্রী
স্টাফ রির্পোটারঃ>>>>>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, সব বিষয়ে আলোচনা হবে। তবে সিদ্ধান্ত হবে সংবিধানের আওতায় বা সংবিধান সম্মতভাবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে সংলাপে বসবে। যেকোনও বিষয় নিয়েই আলোচনা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে সংবিধানের আলোকে।’
আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে ভারতের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।
ভারতীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সচিব শ্রী রাভিকান্ত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ১০ জন ছিলেন প্রতিনিধি দলে।
এ সময় ‘সংলাপ ব্যর্থ হলে ভবিষ্যত কী’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যত সুনির্দিষ্ট, লক্ষ্য এক। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের তত্ত্বাবধায়নে থাকবে নির্বাচন কমিশন। আমরা সবাই সেই নির্বাচনে অংশ নেবো।’
সংলাপের ডিনারের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আতিথেয়তা পরায়ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অতিথি আপ্যায়ন পছন্দ করেন। এটি ভদ্রতা। এ নিয়ে প্রশ্ন বা বিতর্ক সৃষ্টি করা ঠিক না।’
উল্লেখ্য, সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয়া ড. কামালের চিঠির জবাবে ক্ষমতাসীনদের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় মুখোমুখি বসছে জাতীয় ঐক্যফ্রন্ট ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টে নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



