৭ দফা মেনে না নিলে ৭ দিনের মধ্যেই সব ধূলোর মতো উড়ে যাবে: মান্না
স্টাফ রির্পোটারঃ>>>
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে বলে। বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছর কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এ গণঅনশন আয়োজন করেছে বিএনপি।



মান্না বলেন, ‘খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে ১০ বছর করা হয়েছে। নতুন করে আরেকটি মামলায় ৭ বছর সাজা দেওয়া হয়েছে। এসব কিছু টিকবে না। আগামী ৭ দিনের মধ্যে সব ধূলোর মতো উড়ে যাবে।’
তিনি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। সংলাপের নামে কোনো ধাপ্পাবাজি চলবে না। খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়ে তফসিল ঘোষণা করতে হবে।’



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন,
আহমেদ আজম খান, মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।



সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক হেলেন জেরিন খান, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ অন্যরা।



এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জে এস ডি) সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
আরো পড়ুন>> গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসতে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিসহ আরও নানা বিষয়ে আলাপ হবার কথা রয়েছে সেখানে।



ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার থেকে বিকাল ৫টার দিকে গণভবনের উদ্দেশে রওয়ানা দেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ দলীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্ট নেতারা।
দলীয় সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সন্ধ্যা ৭টার আগেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছাবেন।
এ বিষয়ে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক গণমাধ্যমকে জানান, আমি যত দূর জানি সবাই মতিঝিলে ড. কামাল হোসেন স্যারের চেম্বারে এক হয়ে সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন। বলেন, গণফোরামের এই নেতা।



সূত্রে জানা গেছে, এদিন ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডি আসম আব্দুর রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো: মনসুর সহ সবাই বিকাল ৪টার মধ্যে মতিঝিলের ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে একটি অনুষ্ঠান শেষ করে মহানগর নাট্যমঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।



এরপর তিনি নাট্যমঞ্চের গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেবেন। পরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে একটি অনুষ্ঠানে যাবেন ফখরুল ইসলাম। সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।



