তিন মাস সরকারের সমালোচনা করবেন নাঃ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা
স্টাফ রির্পোটারঃ>>>
আগামী তিন মাস সরকারের সমালোচনা না করে উন্নয়নচিত্র তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।



বলেছেন, ‘ সমালোচনা করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। কিন্তু আগামী তিন মাস সমালোচনা না করে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরবেন। প্রধানমন্ত্রী অপনাদের সহযাত্রী ছিলেন। আপনারাও তার সহযাত্রী থাকবেন।’
বিদ্যুৎ খাতের যুগান্তকারী কিছু পদক্ষেপের সুফল মিলতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। এদিন নির্মাণ সম্পন্ন হওয়া সাতটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এ বিষয়ে জানাতেই বুধবার দুপুরে বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ আহ্বান জানান তৌফিক-ই-এলাহী চৌধুরী।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সাতটি উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নতুন দুইটি বিদ্যুৎকেন্দ্রেরও।



এছাড়া দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন তিনি। ডেসকোর নির্মাণাধীন নতুন ভবনের উদ্বোধন ও জ্বালানি খাতের আরও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।



বিদ্যুৎ ক্ষেত্রের অগ্রগতি শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফসল উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের ভিশন ছিলো- ২০২১ সালের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতায়িত হবে। কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে চ্যালেঞ্জ নিয়েছি, আগামী ডিসেম্বর থেকে সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের দিকে যাবো।’
বিদ্যুৎ প্রতিমন্ত্রীও আগামী বছরের মধ্যে শতভাগ উপজেলাকে বিদ্যুতায়িত করার সুখবর দিয়ে বলেন, দেশের ৪০ শতাংশ উপজেলা এখন শতভাগ সম্পূর্ণ বিদ্যুতায়িত এবং আগামী ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা ৭০ শতাংশ করা হবে।
তিনি জানান, ২০০৯ সালে সরকার ক্ষমতায় গ্রহণের সময় বিদ্যুতের প্রকৃত উৎপাদন ছিলো ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ৪ গুণ বেড়ে বর্তমানে ২০ হাজার ৪৩০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
সোলার সিস্টেম বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সোলার সিস্টেমের মাধ্যমে শুধু ক্ষুদ্র ঘরের জন্য নয়, বড় পরিসরেও বিদ্যুৎ উৎপাদন করবো।

ইতোমধ্যে ২৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। সামনে শত মেগাওয়াট উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাবো।’
নিরবচ্ছিন্ন জ্বালানি ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ নিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, নিরবচ্ছিন্নভাবে মানসম্মত বিদ্যুৎ প্রদানে ৩০০ এমএমসি গ্যাস সরবরাহ বিদ্যুৎ উৎপাদন খাতে।
আগামী দুই তিন মাসের মধ্য আরো ২০০ এমএমসি গ্যাস আসবে। কর্নফুলী থেকেও ঢাকায় গ্যাস আনার ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ঢাকায় গ্যাস সংকট কমে যাবে।
সংবাদ সম্মেলনে গ্রাম পর্যায়ে মানুষ কতটুকু বিদ্যুৎ সুবিধা পাচ্ছে – প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব আহমেদ আয়কাজ বলেন, গ্রাম পর্যায়ে যথাযথ বিদ্যুৎ সুবিধা দিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১৬টি প্রকল্প কাজ করছে।



আগামী দেড় বছরের মধ্যে গ্রাম পর্যায়ের গ্রাহকরা যথাযথ সার্ভিস পাবেন। বাংলাদেশে ২০০৯ সালে সংযোগের সংখ্যা ছিলো ৭৪ লাখ। বর্তমানে ১ কোটি ৪৬ লাখ নতুন সংযোগ বেড়ে ২ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে।
ভুটান থেকে বিদ্যুৎ আনতে কোনো চুক্তি হয়েছে কি না- এ প্রশ্নে বিদ্যুৎ সচিব বলেন, ‘ভুটান থেকে বিদ্যুৎ আনার ক্ষেত্রে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তাদের নির্বাচন থাকায় কিছু সময়ের জন্য বিরত রয়েছে দেশটি। বাংলাদেশেও নির্বাচন অতি নিকটে। আশা করি, নির্বাচনের পরে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে।’



