দ্বিতীয় দফার সংলাপেও কোন কার্যকর সমাধান আসেনিঃ মাহমুদুর রহমান মান্না
নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের চার দফার কোনোটিই মানা হয়নি। এমনকি সুনিদিষ্ট কোন নিশ্চয়তাও দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় দফা এই সংলাপেও কোনো ‘সমাধান’ পাওয়া যায়নি। আলোচনা ফলফসূ হয়নি।
বুধবার গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর সাথে তিন ঘণ্টা সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো কার্যকর সমাধান আসেনি।
দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেন আওয়ামী লীগ এবং ১৪ দলের মোট ১১জন সদস্য। এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুলসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।
জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে আলোচনা করে পরে সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানান নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না।
এদিকে সংলাপ শেষে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, সংবিধান পরিপন্থী ও সাংঘর্ষিক কিছু বক্তব্য তারা নিয়ে এসেছেন, যেটি যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য নয়। সংলাপ এখানে শেষ। শিডিউল ঘোষণার পর তারা যদি কোনো ব্যাপারে আবার সংলাপে বসতে চান, আপত্তি নেই।
তবে সংলাপ শেষে বেরিয়ে আসার পর জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের কেউ আলোচ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দ্বিতীয় দফা সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেন আওয়ামী লীগ এবং ১৪ দলের মোট ১১জন সদস্য। এদিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুলসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য- শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। এছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
এর আগে বেলা পৌনে ১১টা দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে পৌছান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ঐক্যফ্রন্টের অন্য নেতারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম।


