রোডমার্চ স্থগিত, রাজশাহীতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট : ফখরুল
স্টাফ রির্পোটারঃ>>>>>>
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আদায়ে রাজশাহীর অভিমুখে রোডমার্চ বাতিল ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শায়রুল বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন এ কারণে রোডমার্চ বাতিল করা হয়েছে।
তবে রাজশাহীতে সমাবেশ হবে বলে জানান তিনি।



